শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইমাম নিয়ে উত্তেজনা পুলিশ মোতায়েন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেনের  বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে মসজিদ কমিটি তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তবে স্থানীয় একটি পক্ষের সহযোগিতায় তিনি ইমামতি করে আসছেন। বিগত পাঁচ মাস ধরে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিগত দুটি জুমার নামাজের সময় মাওলানা আনোয়ারকে রাখা না রাখা নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করে প্রশাসন। উত্তেজনা নিরসনে প্রশাসন, আলেম সমাজ ও ইমাম-মোয়াজ্জিন পরিষদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

তেঘরিয়া জামে মসজিদের সদ্য পদত্যাগী সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী বলেন, কমিটির সিদ্ধান্ত অমান্য করে মাওলানা আনোয়ার হোসাইন ইমামতি করায় সংঘর্ষ এড়াতে আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।  

সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, উত্তেজনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

তিনি বলেন, আশা করছি দ্রুততম সময়ের মধ্যে বিবদমান দুটি পক্ষ বসে বিষয়টি মিটমাট করে ফেলবেন।

 

সর্বশেষ খবর