রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে চায় বগুড়ায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ঘুরে দাঁড়াতে চায়  বগুড়ায় বিএনপি

দীর্ঘদিন ক্ষমতার বাহিরে, নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ও কমিটি গঠন নিয়ে বিরোধ ঘিরে বগুড়ায় ঝিমিয়ে পড়ে বিএনপি। ঝিমিয়ে পড়া বিএনপি চাঙ্গা করতে মাঠে নেমেছেন দলের নেতারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং আন্দোলনের জন্য দলকে উপযোগী করে তুলতে বগুড়া বিএনপি পুনর্গঠন কর্মসূচি শুরু হয়েছে। জানা যায়, বগুড়া বিএনপিকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে অনেক আগে। এর অংশ হিসেবে গত ১৫ মে মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি বিলুপ্ত করে গোলাম মো. সিরাজের নেতৃত্বে আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর জেলার ২৪টি সাংগাঠনিক থানা (শহর/পৌর ও উপজেলা) কমিটিসহ সব ইউনিট বিলুপ্ত করে। নতুন ও পুরাতনের সমন্বয়ে কমিটি করে ২১টি সাংগাঠনিক থানা। বাকি তিনটিও শিঘ্রই গঠন হবে বলে জানা গেছে। এ সব আহবায়ক কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে অধীনস্থ ইউনিয়ন-ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করবে। এ ছাড়া জেলা মেয়াদোত্তীর্ণ যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মৎস্যজীবিদল, ড্যাব, জাসাস’র নতুন কমিটি গঠন হয়েছে। দ্রুতই গঠন করা হবে মহিলা দল, শ্রমিকদলসহ অন্য সহযোগী সংগঠনের কমিটি। এ লক্ষ্যে দলের বর্তমান কমিটির সঙ্গে জেলা বিএনপির আহবায়কসহ সিনিয়র নেতারা একাধিক বার সভা করেছেন।

বগুড়া বিএনপির আহবায়ক ও সদর আসনের এমপি জিএম সিরাজ জানান, দল পুনর্গঠন শুরু হওয়ায় গত ১০ বছর যারা উপেক্ষিত ছিলেন তারা সক্রিয় হয়েছেন। তিনি বলেন, ‘রাজপথে কঠোর আন্দোলনের জন্য শক্তিশালী সংগঠনের বিকল্প নেই। বগুড়া থেকেই সেই আন্দোলন শুরু করা হবে।’

সর্বশেষ খবর