রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মাছ ধরা উৎসবে মানুষের ঢল

ঠাকুরগাঁও প্রতিনিধি

মাছ ধরা উৎসবে মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ের শুক নদীর তীরে বুড়ির বাঁধে চলছে মাছ ধরা উৎসব। বাঁধের গেট গতকাল খুলে দিলে শরু হয় এ উৎসব। এতে যোগ দেন আশেপাশের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। কারও হাতে পলো, কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে ছিলেন না। খালি হাতেই কাঁদার মধ্যে মাছ খুঁজেছেন। বহু লোক নদীর পাড়ে ভিড় জমান মাছ ধরা দেখতে।

স্থানীয় আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ জানান, মাছ ধরার উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও মানুষের ঢল নেমেছে। এখানে কেউ মাছ ধরতে আসেন, কেউ আসেন মাছ ধরা দেখতে। কম দামে মাছ কিনতেও আসেন কেউ কেউ। সব মিলিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠে। জানা যায়, ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর উপর একটি জলকপাট নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা পানিতে প্রতিবছর মৎস্য অধিদফতরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়।

শীতের শুরুতে বাঁধের পানি ছেড়ে দিয়ে মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই প্রতিবছর বুড়ির বাঁধে চলে মাছ ধরার উৎসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর