রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ধর্মঘটের হুমকির মুখে পৌর টোল বন্ধ

বেনাপোল প্রতিনিধি

ট্রাকমালিক সমিতি ও বন্দর ব্যবহারকারী সাতটি সংগঠনের ধর্মঘটের হুমকির মুখে ১২ বছর পর বেনাপোলে যানবাহনের পৌর টোল বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল সকাল থেকে টোল আদায় বন্ধ রয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কে যানজট সৃষ্টি করে কোনো টোল আদায় করা যাবে না বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা। তারা জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ব্যবহার করেন চালকরা। সে ক্ষেত্রে পৌরসভা যানবাহন থেকে টোল আদায় করতে পারে না। পৌর কর্তৃপক্ষের দাবি, টোল আদায় ইজারা নিয়ম মেনেই হয়েছে। বৈধ ইজারাদার টোল আদায় করছে। পুলিশ টোল আদায় বন্ধ করে দিয়েছে। পূর্ব ঘোষণা কিংবা নোটিশ ছাড়াই বৈধ ঠিকাদারকে টোল আদায়ে বাধা অনৈতিক। উল্লেখ্য, প্রতিদিন সাড়ে ৩৫০-৪০০ বিভিন্ন যানবাহন বেনাপোল প্রবেশ করে পণ্য ও যাত্রী বহনের জন্য। প্রতিটি যান থেকে ৮০ টাকা করে টোল আদায় করতো পৌরসভার ইজারাদার। সে হিসাবে প্রতি মাসে টোল আদায় হতো ৭ -৮ লাখ টাকা।

সর্বশেষ খবর