রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর তাহের খুন

ময়মনসিংহ প্রতিনিধি

উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোর তাহের খুন

ময়মনসিংহের ত্রিশালে সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন করা হয় একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আবু তাহেরকে (১৩)। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক। বিজ্ঞপ্তিতে বলা যায়, ত্রিশাল উপজেলার সাউথকান্দা আরজি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করতো একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে ফরিদ খানসহ বখাটেরা। এর প্রতিবাদ জানায় ওই ছাত্রীর সহপাঠী একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু তাহের। গত ৩০ মে ত্রিশালের খিরো নদীর পাড় থেকে আবু তাহেরের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার কয়েকদিন পর পিবিআই সন্দেহভাজন আসামি হিসেবে ফরিদ খানকে গ্রেফতার করে আদালতে পাঠায়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জড়িত আর সাতজনের নাম উল্লেখ করেন ফরিদ। স্বীকারোক্তিতে তিনি জানান, ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এবং তাদের বিরুদ্ধে স্কুলে বিচার চাওয়ায় আবু তাহেরকে খুনের পরিকল্পনা করা হয়। ২৪ মে ডাব খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আট বন্ধু মিলে হত্যা করা হয় আবু তাহিরকে।

সর্বশেষ খবর