রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বখাটের হুমকিতে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

‘মাদকসেবীর কাছে আমার মেয়ে আমি বিয়ে দিবো না। তাছাড়া মেয়ের বিয়ের বয়সও হয়নি। কিন্তু তারা (ছেলেপক্ষ) মেয়েকে জোর করে বিয়ে নিতে চায়। বিয়ে না দিলে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।’ কথাগুলো বলছিলেন ভুক্তভোগী এক নারী। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের ওই নারী জানান, মেয়েকে নিয়ে তিনি বিপাকে আছেন। মেয়ের সঙ্গে ওই ছেলের ছবি যুক্ত করে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসনের কাছে গিয়েও কোনো ফল পাননি। তিনি জানান, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার মেয়েও লিখিত অভিযোগ দিয়েছিল। অভিযোগ সূত্রে জানা যায়, আখাউড়া পৌর এলাকার বাসিন্দা ওই নারী দুই মেয়ে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসায় থাকেন।

স্বামীর সঙ্গে তার বনিবনা নেই। বড় মেয়ে ২০১৮ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় সদর উপজেলার ছাতিয়ানের আলী আকবের ছেলে আব্দুল্লাহ আল-মামুন কুপ্রস্তাব দিতো। একপর্যায়ে  সে বিয়ের প্রস্তাব দেয়। আব্দুল্লাহ মাদকাসক্ত হওয়ায় তিনি বিয়ে দিতে রাজি হননি। এক পর্যায়ে তার হুমকির মুখে মেয়ে স্কুল যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এতেও পিছু হটেনি আব্দুল্লাহ। অভিযুক্ত আব্দুল্লাহ আল-মামুন বলেন, ওই মেয়ের সঙ্গে আমার পারিবারিকভাবে বিয়ের আলাপ চলছিল। মেয়ের পরিবার ১০ লাখ টাকা কাবিন করানোর কথা বলায় বিয়ে হয়নি। সদর থানার ওসি জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিতে এক এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।   

সর্বশেষ খবর