সোমবার, ২১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যুবককে গুম করে মুক্তিপণ দাবি!

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় মহিবুল নামে এক যুবককে গুম করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। মহিবুল শার্শা উপজেলার কায়বা গ্রামের শুকুর আলীর ছেলে।  জানা যায়, কায়বা গ্রামের মাতব্বর ও ইউপি চেয়ারম্যান ফিরোজ হাসানের এক সমর্থকের মেয়ে সাতপোতা গ্রামের ইব্রাহীম নামে একজনের সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হন। বিষয়টি দেখতে পেয়ে মহিবুল ভিডিও করেন। ভিডিও করার ঘটনা জানাজানি হলে মাত্বররা অসামাজিক কাজের বিচার না করে উল্টো মহিবুলের ওপর দোষ চাপান। ভিডিও কেন করা হলো-এমন অভিযোগ তুলে মহিবুলের পরিবারের কাছে চেয়ারম্যানের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় ১০-১২ জন অস্ত্রশস্ত্র নিয়ে মহিবুলকে বাড়ি থেকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে যান। চেয়ারম্যান টিংকু বলেন, ছেলেটিকে নিয়ে আসার পর তাকে থানায় পাঠিয়েছি। শার্শার ওসি জানান, থানায় কেউ কাউকে হস্তান্তর করেনি। আমরা কারো কাছ থেকে কাউকে বুঝে নেইনি। কেউ এমন অভিযোগও করেনি।

সর্বশেষ খবর