মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এখনও বিধ্বস্ত পাহাড়ি সড়ক

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

এখনও বিধ্বস্ত পাহাড়ি সড়ক

২০১৭ সালে অতিবৃষ্টি ও পাহাড় ধসের কারণে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে ১৪৫টি স্থান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ১১৩টি স্থান চলাচলের অযোগ্য হয়ে যায়। দীর্ঘদিনেও এ সব সড়ক সংস্কারের উদ্যোগ না নেওয়ায় তা ‘মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সংশ্লিষ্টরা বলছে, শিগগিরই শুরু করা হবে সড়ক সংস্কার কাজ।

স্থানীরা জানান, ‘আঁকাবাঁকা পাহাড়ি সড়কগুলো ভেঙে ভয়ানক রূপ ধারণ করেছে। সড়কের পিচ, কংক্রিট উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও ভেঙে পড়েছে সড়কের বিরাট অংশ। এ সব সড়কে প্রায়ই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা বলেন, পাহাড় ধসের ঘটনা তিন বছর আগের। তখন বিধ্বস্ত হওয়া সড়কগুলো এখনও ভাঙা রয়ে গেছে। পর্যটন শহর রাঙামাটি সড়কের এমন বেহাল দশা সত্যি দুঃখজনক। তিনি জানান, পাহাড়ি সড়ক এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার উপর মোড়ে মোড়ে ভাঙা। শহরের অনেক স্থানে সড়কের কার্পেটিং উঠে খানাখন্দে পরিণত হয়েছে। কোনো কোনো সড়কের দুই পাশ দেবে ভারি যান চলাচল বন্ধ রয়েছে। সংস্কার না করে বালির বস্তা দিয়ে ভাঙা সড়কে আর কতদিন যান চলাচল করবে। রাঙামাটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু মুছা বলেন, ক্ষতিগ্রস্ত সড়কের স্থায়ী কাজের জন্য এরই মধ্যে প্রকল্প অনুমোদন হয়েছে। অনুমতি পাওয়া গেলে আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে সংস্কার কাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে। টেন্ডার হয়ে গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর