মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নারী নির্যাতন মামলায় ফাঁসানোর অভিযোগ

‘গ্রামের সবাই বাড়িঘর ছেড়ে পলাতক’

শেরপুর প্রতিনিধি

শেরপুরে পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল দুপুরে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন করেন জেলার নকলা উপজেলার পূর্বলাভা গ্রামের জনৈক মোকছেদুল ইসলাম। 

মোকছেদুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় হামিদুল ইসলামের যোগসাজশে পুলিশ একটি নারী নির্যাতন মামলায় তার ছোট ভাই এনামুল হক শ্যামলকে ফাঁসিয়ে গ্রেফতার করে এবং তাকে ছেড়ে দিতে ৫০ হাজার টাকা দাবি করে নকলা থানার এসআই আব্দুস সাত্তার। পরে টাকা দেওয়ার কথা বলে সুকৌশলে তার ভাই শ্যামল পালিয়ে গেলে পুলিশ আসামি ছিনতাইয়ের ঘটনা সাজিয়ে পরবর্তীতে বাড়িতে গিয়ে ঘরে থাকা ৯ ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা নিয়ে যায় এবং শ্যামলের ৪ বছর বয়সের শিশু কন্যা ও এক বছরের ছেলে তার স্ত্রীসহ আটজনকে আটক করে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০/৫০ অজ্ঞাতের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা প্রদান করে আসামি ছিনতায়ের মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে। বর্তমানে গ্রামের সবাই বাড়িঘর ছেড়ে পলাতক থাকায় গ্রামটি এখন জনশূন্য হয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সরেজমিন পরিদর্শন ও তদন্ত দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

সর্বশেষ খবর