মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

জরিমানা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কুমিল্লার চৌদ্দগ্রামে ডে-নাইট নামের একটি ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম এই জরিমানা করেন। -কুমিল্লা প্রতিনিধি

আনন্দ মিছিল

নিকারের বৈঠকে ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশন অনুমোদন দেওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল হয়েছে। গতকাল সিটি করপোরেশনের ঘোষণা শোনার পর বিকালে থানারোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গতকাল বিকালে র‌্যালি শুরু হয়। এতে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

-ফরিদপুর প্রতিনিধি

গণডাকাতি

পটুয়াখালী-আমতলী মহাসড়কে গাছের গুঁড়ি, সিমেন্টের স্লাব ফেলে যানবাহনে গণডাকাতি হয়েছে। ডাকাতদল দেশীয় অস্ত্র দিয়ে যাত্রী-চালকদের পিটিয়ে সর্বস্ব নিয়ে গেছে। তাদের হামলায় আহত হয়েছেন ৪০ জন। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত ২টার দিকে।

- আমতলী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর