মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
বগুড়ার ডাকুমারা হাট ইজারা

রাজস্ব ক্ষতি কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গাবতলী উপজেলার ডাকুমারা হাট ইজারা নিয়ে হঠকারিতার অভিযোগ উঠেছে। এতে সরকার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। জানা যায়, উপজেলার ডাকুমারা হাট গত ১৪২৫ বাংলা সনে ইজারা দিয়ে সরকারের রাজস্ব আয় হয় ১ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৫১০ টাকা। গত ৩০ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী গত ১৪ ফেব্রুয়ারি প্রথমদফা দর গ্রহণ হয়। এতে ১ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতাকে তৎকালীন ইউএনও ৪ মার্চের মধ্যে ৩০ শতাংশ জামানতের অর্থ বাদ দিয়ে ১ কোটি ৩৮ লাখ টাকা জমা দিতে বলেন। ১৪ এপ্রিল থেকে হাটের টোল আদায় শুরু করা হয়। ইজারামূল্যের অবশিষ্ট অর্থ আদায়ের কথা থাকলেও তা অজ্ঞাত কারণে করা হয়নি। প্রথম দফায় সর্বোচ্চ দরদাতা ইজারার অর্থ জমা না দিলেও ইজারাদারকে বিধিলঙ্ঘন করে উপজেলা প্রশাসন থেকে জামানতের ২৫ শতাংশ অর্থ ফেরত দেওয়া হয়। হাটটি গোপনে আবারও ইজারা দেওয়া হয়। চতুর্থদফা পুন:দর দাখিল দেখিয়ে আগের ইজারাদারকেই ৯১ লাখ ১১ হাজার ১১১ টাকায় হাটটি ইজারা দেওয়া হয়েছে। এবার প্রথম দফার চেয়ে কম নেওয়া হয়েছে ৯৩ লাখ ৭৮ হাজার ৮৮৯ টাকা। প্রথম দফায় ফেরত দেওয়া ২৫ শতাংশের সঙ্গে কম নেওয়া টাকা যোগ দিলে সব মিলিয়ে সরকারের রাজস্ব ক্ষতি প্রায় সোয়া কোটি ৩৮৯ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর