বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ট্রাফিক আইন জানতে হবে মানতে হবে

সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিদিন ডেস্ক

‘জীব?নের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই স্লোগানে নানা আয়োজনে গতকাল সারা দেশে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মসূচি। এ সব কর্মসূচিতে বক্তারা বলেন- সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন জানতে হবে এবং মানতে হবে। কেউ কেউ আবার চালকদের স্বপ্নের ফেরিওয়ালা বলে সন্বোধন করেছেন। প্রতিনিধিদের খবর- নরসিংদী : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেনÑ ‘ড্রাইভাররা হল স্বপ্নের ফেরিওয়ালা। তারা তাদের পিছনের আসনে বসা মানুষগুলোর স্বপ্ন একস্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেন। নিরাপদে যাত্রী সেবা দেওয়া ড্রাইভারদের পবিত্র দায়িত্ব।’ বগুড়া : শোভাযাত্রা শেষে আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ‘সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে ট্রাফিক আইন জানতে হবে এবং মানতে হবে।’ কুমিল্লা : জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লা সার্কেলের আয়োজনে নগরীতে র‌্যালি বের হয়। এদিকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার উদ্যোগে ও হাইওয়ে রিজিয়ন কুমিল্লার সহযোগিতায় পৃথক র‌্যালি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা প্রদক্ষিণ করে। লাকসামে আলাদা র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। বরিশাল : নগরীর সদর রোডের অ?শ্বিনী কুমার হল চত্বর থে?কে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা সড়ক নিরাপত্তা আইন মেনে সচেতনভাবে যানবাহন চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান। রাঙামাটি : জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভায় বক্তারা বলেনÑনিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে চালকের সঙ্গে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। ঠাকুরগাঁও : র‌্যালি পরবর্তি আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা রোধে সবার সচেতনতার বিকল্প নেই। লক্ষ্মীপুর : র‌্যালি শেষে মুক্তমঞ্চে আলোচনাসভায় বক্তারা সড়ক দুর্ঘটনারোধে চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। নোয়াখালী : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তারা সড়কে যানবাহনে চাঁদাবাজি চলছে উল্লেখ করে কাউকে চাঁদা না দেওয়ার পর পরিবহন শ্রমিকদের প্রতি আহবান জানান। চাঁদা না পেয়ে কেউ কিছু বললে প্রসাশনকে জানাতে বলা হয়। দিনাজপুর : র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এছাড়া নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে দিবসটি পালিত হয়।

সর্বশেষ খবর