বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ভুয়া চিকিৎসকের জরিমানা

বরিশাল নগরীর আগরপুর রোডের দি মুন মেডিকেল সার্ভিসেস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করে।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২৫ বস্তা চাল জব্দ

কিশোরগঞ্জের তাড়াইলের পাচারকালে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। উপজেলার সদর বাজার থেকে এই চাল জব্দ করা হয়। বস্তাগুলোতে প্রায় ১ হাজার ২৫০ কেজি চাল রয়েছে।-কিশোরগঞ্জ প্রতিনিধি

অপপ্রচারের প্রতিবাদ

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউপি চেয়ারম্যান ফারুক আব্বাসীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়। পরিষদের হলরুম প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আব্বাসী বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে কুৎসা রটাচ্ছে। ভিত্তিহীন অভিযোগের তথ্য-প্রমাণ না পাওয়ায় বাতিল হয়ে গেছে।

-দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর