বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্যাকেটে ১৩ কোটি টাকার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে নাফ নদে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি টাকা মূল্যের চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গতকাল ভোরে এ অভিযান চালানো হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, গোপন সূত্রে জানা যায় হ্নীলা দমদমিয়া এলাকায় নাফ নদ দিয়ে ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে। এ খবরের ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে সাঁতরিয়ে নদী পার হয়ে আসা ৪-৫ জন ব্যক্তিকে কেওড়া বাগানে উঠতে দেখেন বিজিবি সদস্যরা। তারা চোরাকারবারিদের ধাওয়া করলে কয়েকটি প্যাকেট ফেলে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। প্যাকেটগুলো তল্লাশি করে তাতে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা। বিজিবি জানায়, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সর্বশেষ খবর