শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রামুতে ঐতিহ্যের নৌকা বাইচ

কক্সবাজার প্রতিনিধি

রামুতে ঐতিহ্যের নৌকা বাইচ

রামুতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গতকাল অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে জোয়ারিয়ানালা পশ্চিম নোনাছড়ি ভাই ভাই সমিতি নৌ-দল। বাঁকখালী নদীর তেমুহনী-অফিসেরচর পয়েন্টে ফাইনাল খেলা দেখার জন্য হাজির হন হাজার হাজার নারী-পুরুষ।  সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের এমপি সাইমুম সরওয়ার কমল।  রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাসুদ রানা, আবুল খায়ের, এসএম মিজানুর রহমান, নুরুল ইসলাম সিকদার, মুফিজুর রহমান, এমডি শাহ আলম, মোস্তাক আহমদ। ফরিদুল আলম জানান, সমাপনী দিনে ৫৮ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামুর উপজেলার ২৬টি নৌকা অংশ নেয়।

সর্বশেষ খবর