শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীসহ নগরজুড়ে চলছে প্রতিহিংসার রাজনীতি। একে অপরের বিরুদ্ধে মিথ্যা কথা বলে ফেসবুকে অপপ্রচার চালিয়ে কিংবা পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়গুলো সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মন্নু টেক্সটাইল মিল্সের পরিচালক ও রবিন এন্টারপ্রাইজের মালিক আব্দুল জলিল বলেন, আমি রাজনীতি করার পাশাপাশি গার্মেন্টস ব্যবসা করি। মাদকবিরোধী কথা বলায় কয়েক ব্যক্তি আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা বলছে। সাবেক ছাত্রলীগ নেতা ও ট্রাভেলস ব্যবসায়ী হুমায়ন কবির বাপ্পি বলেন, টঙ্গীতে চলছে ফাঁসানোর রাজনীতি। আমি কোনো দিন মাদক সেবন কিংবা মাদক কারবারির সঙ্গে জড়িত নই। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এখন অনেকেই প্রতিহিংসাবশত কাউকে ফাঁসানোর কৌশল হিসেবে ব্যবহার করছে এসব কথা।

সর্বশেষ খবর