শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সেতু আছে সড়ক নেই

নাটোর প্রতিনিধি

সেতু আছে সড়ক নেই

১৯৮৫ সালে নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদের এডিবি তহবিল থেকে চাপিলা ইউনিয়নের চাকল বিলে নির্মাণ করা হয় সেতু ও কাঁচা সড়ক। সেতুটি আজও ঠাঁই দাঁড়িয়ে আছে। ১৯৮৮ সালের বন্যায় মাটি ধসে সেতুর দুই পাশের সড়ক বিলীন হয়ে যায়। তখন থেকে সেতু বা সড়ক কোনোটাই সংস্কার করা হয়নি। ফলে চাপিলা ইউনিয়নের পাঁচ গ্রামের ৩০ হাজার মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজে আসছে না সেতুটি। জানা যায়, এক সময় চাকলের বিল কেন্দ্রিক মোকিমপুর, তেলটুপি, রওশনপুর, নওপাড়া, ঝাউপাড়া, সোনাবাজু গ্রামের মানুষ সড়ক যোগাযোগ ব্যবস্থার বাইরে ছিলেন। তাদের যোগাযোগের পথ সহজ করতে বিলের মাঝেখানে সেতু ও সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে সেখানে সড়ক না থাকায় আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে গ্রামবাসী। বিকল্প হিসেবে অতিরিক্ত আট কিলোমিটার পথে ঘুরে যাতায়াত করতে হয় এ সব গ্রামের মানুষদের। সড়কটি সংস্কারের বিষয়ে চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু জানান, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপির কাছে সেতুর দুই পাশের সড়ক সংস্কারের প্রস্তাব জানানো হয়েছে। সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেছেন, চাকলের বিল কেন্দ্রিক ওই গ্রামগুলোর মানুষের কথা ভেবে সেতুটি সংস্কার ও নতুন সড়ক নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন। অনুমোদন পেলে দ্রুত বাস্তবায়ন করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর