শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সড়কগুলোতে চলাচলই কঠিন হয়ে পড়েছে

দিনাজপুর প্রতিনিধি

সড়কগুলোতে চলাচলই কঠিন হয়ে পড়েছে

দিনাজপুরের ফুলবাড়ী শহরের সঙ্গে সংযোগ গ্রামীণ রাস্তাগুলোর ইট উঠে গিয়ে চলাচলের অনুপযোগী  হয়ে পড়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, ফুলবাড়ী উপজেলা শহর থেকে মাদিলাহাট বাজার চিন্তামন হয়ে আটপুকুর, পুকুরীহাট ও খয়েরবাড়ী বাজার যাওয়ার রাস্তাগুলো বেশিরভাগ জায়গায় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন হাজারও মানুষ ঝুঁকি নিয়ে এ সব সড়কে চলাচল করছে। কৃষ্ণপুর-খয়েরবাড়ী রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুই পাশ ভেঙে সরু হয়ে গেছে। চলাচলের অযোগ্য হয়ে পড়া এ রাস্তাটিতে মাটি দিয়ে স্বেচ্ছাশ্রমে গর্ত ভারাট করেছেন কিছু যুবক। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মাটিও ধুয়ে গেছে। ফলে ভোগান্তি থেকে আর রক্ষা হয়নি। খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু-তাহের বলেন, একটি ঠিকাদারী প্রতিষ্ঠান দুই বছর আগে টেন্ডারের মাধ্যমে লালপুর এবং খয়েরবাড়ী বাজারের সড়কের কাজ পায়। ব্যক্তিগত কারণে তারা সড়কের কাজ সম্পন্ন না করে চলে যান। উপজেলা প্রকৌশলীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি শীঘ্রই ব্যবস্থা  নেবেন। ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শহিদুজ্জামান জানান, আমবাড়ী হয়ে আটপুকুর, চিন্তামন, মাদিলাহাট এবং ফুলবাড়ী থেকে খয়েরবাড়ী বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের প্রস্তাবনা অনেক আগেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শীঘ্রই রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু হবে।

সর্বশেষ খবর