শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

রাতারাতি উঠছে কলেজের ঘর

এমপিওভুক্তির খবরে

পঞ্চগড় প্রতিনিধি

রাতারাতি উঠছে কলেজের ঘর

সদ্য ঘোষিত এমপিওভুক্তির তালিকায় নাম থাকার খবর শুনে রাতের আঁধারে পঞ্চগড়ের একটি প্রতিষ্ঠানে সাইনবোর্ড স্থাপন, ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো স্থাপনের কাজ শুরু হয়েছে। বুধবার রাত থেকে বোদা উপজেলার নতুন হাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ নামের ওই প্রতিষ্ঠানে কাজ শুরু করে কর্তৃপক্ষ। রাতারাতি ইট গেঁথে ভবনের ভিত্তি কাঠামো দাঁড় করা হয়। টাঙিয়ে দেয় কলেজের নামসম্বলিত সাইনবোর্ড। জানা যায়, পঞ্চগড় বিসিক নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ দেলদার রহমান এই কলেজ প্রতিষ্ঠা করেন। স্থানীয়রা জানান, নামে থাকলেও এখানে ওই কলেজের কোনো কার্যক্রম ছিল না। কার্যক্রম পরিচালনা করা হতো দেলদারের কলেজ থেকেই। ক্লাসও হতো তার কলেজেই। দেলদার তিনি জানান, এই প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তার স্ত্রী শামীমা নাজনীন। বর্তমানে এখানে ২০০ শিক্ষার্থী রয়েছেন। শিক্ষক আছেন ছয়জন। চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৬০ জন। পাস করেন ৫৮ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর