রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বগুড়া পৌর এলাকায় ২৫ ইটভাটা!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া পৌর এলাকায় ২৫ ইটভাটা!

বগুড়ায় পৌর এলাকায় এখনও চলছে ইটভাটা। সর্বশেষ পরিবেশ আইন অনুযায়ী পৌর এলাকায় (শহর) কোনো ইট তৈরির কারখানা বা ভাটা থাকবে না।

বগুড়া ইট প্রস্তুতকারক মালিক সমিতি সূত্রে জানা যায়, পরিবেশ আইন কার্যকর করতে কয়েক মাস আগে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিবেশ অধিদফতর বগুড়া পৌর এলাকার সুজাবাদে তিনটি ভাটা অপসারণ  করে। এরপর রহস্যজনক কারণে আর কোনো ভাটা অপসারণ করা হয়নি। বর্তমানে বগুড়া পৌরসভার মধ্যে ২৫টি ইটভাটা রয়েছে। উচ্চ আদালতে ভাটা মালিকদের করা রিট বিচারাধীন রয়েছে এমন দোহাই দিয়ে আগামী ইট তৈরির মৌসুমে আবারও এ সব ভাটায় ইট প্রস্তুতের কাজ চলছে। পৌর এলাকার মাদলা হেলেনচাপাড়ার এসএনবি মার্কা ইটভাটার ম্যানেজার নাজমুল হাসান শুভ বলেন, আদালতে মামলা রয়েছে। তাই আগামী মৌসুমে ইট তৈরির প্রস্তুতি চলছে। অনুমতি না পেলে ভাটা বন্ধ করা হবে। জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল জানান, যেসব ভাটা পৌর এলাকার মধ্যে রযেছে তাদের সরিয়ে নিতে বলা হলেও তারা শুনছে না।  পরিবেশ  অধিদফতর  রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বগুড়ার পরিদর্শক মকবুল হোসেন জানান, পৌর এলাকার ইটভাটা নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ে শুনানি হলেও আদেশ হয়নি। সেখান থেকে কোনো সিদ্ধান্ত এলে বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ খবর