রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তিন চিকিৎসক দিয়ে সেবা

রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্স

নওগাঁ প্রতিনিধি

তিন চিকিৎসক দিয়ে সেবা

নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটি চলছে তিনজন চিকিৎসক দিয়ে। দীর্ঘদিনের নতুন ৫০ শয্যার ভবনটি পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। নিয়মানুসারে এখানে ১১জন চিকিৎসক থাকার কথা। এর মধ্যে আটটি পদই দীর্ঘদিন ধরে ফাঁকা। তিনজন পরিচ্ছন্ন কর্মীর স্থানে আছেন একজন। আশির দশকে নির্মাণ করা আবাসিক ভবনগুলোর অবস্থা নাজুক। ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে ডরমেটরি। পাঁচটি আবাসিক ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বহু আগে। জানা যায়, নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে ২০১২ সালের স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু আজও ৫০ শয্যা পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় রোগীদের ভোগান্তি দিন দিন বেড়ে চলেছে। ভর্তি রোগীরা শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসাসেবা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন বলেন, এখানে আউটডোরে প্রতিদিন প্রায় ৪০০ মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। বর্তমানে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। স্থানীয় এমপি ইসরাফিল আলম বলেন, ‘হাসপাতালটি আগের অবস্থা থেকে অনেকটা উন্নতির দিকে।

পর্যাপ্ত চিকিৎসক, জনবলসহ অন্য উপকরণ সরবরাহ করে দ্রুত ৫০ শয্যার কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।’ জানা যায়, ১৯৮৪ সালে উপজেলা সদরের পশ্চিম বালুভরা মৌজায় ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নত করার লক্ষ্যে ১৯ শয্যার তিনতলা ভবন নির্মাণ শেষ হয় ২০১২ সালে। ভবনটি হস্তান্তর হলেও ওই ওয়ার্ডের জন্য চিকিৎসক, জনবল, ওষুধ, রোগীর খাবারসহ অন্য উপকরণ সংকট থাকায় ৭ বছরেও ভবনে কার্যক্রম চালু হচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর