সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মুরগির কেজি ১২৫ পিয়াজ ১৩০

বিশ্বনাথ প্রতিনিধি

মুরগির কেজি ১২৫ পিয়াজ ১৩০

সিলেটের বিশ্বনাথে আবারও অস্থির হয়ে উঠেছে পিয়াজের বাজার। ব্যবসায়ীরা খেয়াল-খুশি মতো দামে বিক্রি করছেন পিয়াজ। কেজিপ্রতি কেউ ১৩০, কেউ ১২০ টাকায় বিক্রি করছেন। এক সপ্তাহ আগে যে পিয়াজ ৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই পিয়াজ কেজিতে দাম বেড়েছে ৫০-৬০ টাকা। এতে দুর্ভোগে পড়েছেন ভোক্তারা। তারা দায়ী করছেন আসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ও নিয়মিত বাজার মনিটিরিং না করাকে। সরেজমিন গতকাল দেখা যায়, উপজেলা সদরে বিভিন্ন পাইকারি দোকানে ১২০ টাকায় বিক্রি হচ্ছে পিয়াজ। খুচরা বিক্রেতাদের কেউ ১২৫ কেউ ১৩০ টাকায় বিক্রি করছেন। সদর ব্যতীত অন্য বাজারের অধিকাংশ দোকানে পিয়াজ রাখছেন না ব্যবসায়ীরা। ইকবাল আহমদ নামে এক ক্রেতা বলেন, ‘বর্তমানে বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি দরে। মুরগির চেয়ে পিয়াজের দাম বেশি। ১৩০ টাকা কেজি হলে একটি পিয়াজের দাম পরে ১১-১২ টাকা।’ খুচরা ব্যবসায়ীরা জানান, পিয়াজ কিনতে আমাদের খরচ বেশি। তাছাড়া নষ্ট হয় কিছু পিয়াজ। তাই এমন দামে বিক্রি করছি। পাইকারি ব্যবসায়ী বেলাল উদ্দিন বলেন, আড়তদাররা দাম না ছাড়লে আমাদের কিছু করার থাকে না। কেজিপ্রতি খরচসহ ১১৬-১১৭ টাকায় কিনতে হয়। সামান্য মুনাফায় ১২০ টাকায় বিক্রি করি। ইউএনও বর্ণালী পাল বলেন, শুধু এখানে নয়, সারা দেশেই পিয়াজের দাম বেড়েছে। সব উপজেলায় মনিটরিং করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থ নেওয়া হবে।

সর্বশেষ খবর