মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মায়ের কোল থেকে বাসের নিচে শিশু

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিদিন ডেস্ক

মায়ের কোল থেকে বাসের নিচে শিশু

দুই বছরের শিশু নিহান

দিনাজপুরে মায়ের কোল থেকে পরে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক শিশু। এছাড়া বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ১৫ জন। রবিবার রাত ও গতকাল এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর : দাদার বাড়ি বেড়িয়ে মায়ের সঙ্গে বাসে বাড়িতে ফিরছিল দুই বছরের শিশু নিহান। বীরগঞ্জে খুলনাগামী বিআরটিসি বাসে বসা মায়ের কোল থেকে পড়ে ওই বাসের চাকায়ই পিষ্ট হয়ে মারা গেছে শিশুটি। গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহান মাগুরার মোহাম্মদপুরের শামীম আশরাফ শাওনের একমাত্র ছেলে। বাসের যাত্রী রফিকুল ইসলাম জানান, আমার সামনের ছিটে মায়ের সঙ্গে বসা ছিল শিশুটি। সড়কে বাঁক নেওয়ার সময় হঠাৎ ব্রেক করলে বাসটিতে প্রচন্ড ঝাঁকুনি হয়। এতে শিশুটি ছিটকে প্রথমে দরজার সামনে পড়ে নিচে পড়ে যায়। শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল ও মাইক্রো বাসের সংঘর্ষে বিষ্ণু সরকার ও আশরাফ নামে দুই  মোটরসাইকেল আরাহী নিহত হয়েছেন। অপর মোটরসাইকেল আরোহী জাবেদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক। রংপুর : মিঠাপুকুরে গতকাল বাস-শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন পাঁচজন। এদিকে কাউনিয়া উপজেলা তিস্তা এলাকায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন অধীর চন্দ্র (৩৩) নামে এক যুবক। ঝিনাইদহ : সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বাসচাপায় মারা গেছে সুমন (১২) নামে এক শিশু শ্রমিক। এদিকে কোটচাঁদপুরে মারা গেছেন গোপাল চন্দ্র  নামে এক বৃদ্ধ। চট্টগ্রাম : সীতাকুন্ড এলাকার ফৌজদারহাটে গতকাল ভোরে লরি উল্টে মোহাম্মদ আজম নামে এক যুবক নিহত হয়েছেন। খাগড়ছড়ি : সদরের ভুয়াছড়ি এলাকায় ট্রাক্টর উল্টে চালক শাখাওয়াত হোসেন নিহত হয়েছেন। লক্ষ্মীপুর : মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন শাহিনুর বেগম নামে এক পথচারী। রায়পুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর : শিবচর কাঁঠালবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে কাডার্ড ভ্যান উল্টে চালকের সহকারী মারা গেছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় হাফেজা আক্তার হাসি ও মোতালেব হোসেন, বরগুনার আমতলীতে জহিরুল ইমলাম এবং কক্সবাজারের চকরিয়ায় দিদারুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর