বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চাই রাজাকারমুক্ত আওয়ামী লীগ

কিশোরগঞ্জের ২০ মুক্তিযোদ্ধার আবেদন

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিকলী উপজেলা আওয়ামী লীগকে রাজাকারমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় ২০ জন মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তি। এ বিষয়ে তারা সম্প্রতি প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন দফতরে লিখিত আবেদন জানিয়েছেন। আবেদনে উল্লেখ করা হয়, ১৯৭১ সালে রাজাকার, আলবদর ও আল সামস বাহিনী নিকলীকে বিরাণ ভূমিতে পরিণত করেছিল। তাদের মধ্যে শান্তি কমিটির সহ-সভাপতি কারার গিয়াস উদ্দিন, রাজাকার কারার সোনাম উদ্দিন ও আলবদর কারার বাহার উদ্দিন অন্যতম। রাজাকার কারার গিয়াস উদ্দিন ও সোনাম উদ্দিনের ভাতিজা এবং আলবদর কারার বাহার উদ্দিনের ছোট ভাই কারার সাইফুল ইসলাম ১৫ বছর ধরে নিকলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

অভিযোগ অস্বীকার করে কারার সাইফুল ইসলাম জানান, ১৯৭৭ সাল থেকেই তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত। নিকলী ছাত্রলীগের দুবারের সভাপতি এবং নিকলী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। নিকলী আওয়ামী লীগকে বাঁচানোর জন্য ১৯৭৭ সালে তার চাচা কারার গিয়াস উদ্দিনকে সভাপতি করা হয় বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ খবর