বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আবরারের খুনিদেরও দ্রুত বিচার হবে

-ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি শিক্ষিত সমাজ গঠন করতে শিক্ষাক্ষেত্রে প্রচুর বরাদ্দ দিয়েছেন। তাই শিক্ষার হার বেড়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ এগিয়ে গেছে।

তিনি বলেন, ‘নুসরাত হত্যা মামলার রায় এতো দ্রুত হয়েছে যা দেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে। এ রায় কার্যকরও দ্রুত হবে। শুধু নুসরাত হত্যাকারীরা নয়, বুয়েটছাত্র আবরারের খুনিদেরও বিচার দ্রুত করা হবে। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন কোনো মানুষ অশান্তিতে থাকবে না।’

দিনাজপুর সরকারি কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। এর আগে সরকারি কলেজের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।

একই দিন হুইপ দিনাজপুর শহরের বালুবাড়ী কৃষি অফিস থেকে টুনার বাড়ি, পুলহাট পুলিশ ফাঁড়ি থেকে টেক্সটাইল কলেজ এবং রাজবাটী সুখ সাগর থেকে কারিগরি কলেজ হয়ে রাজবাটী পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

 

সর্বশেষ খবর