বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নতুন বছরে যোগ হবে ১১০ মেগাওয়াট

বগুড়ায় হচ্ছে আট বিদ্যুৎ সাব-স্টেশন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

লো ভোল্টেজ, লোডশেডিং দূর করতে বগুড়ায় নির্মাণ করা হচ্ছে আটটি সাব-স্টেশন। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা আশা করছেন আগামী জানুয়ারির মধ্যে এ সব সাব-স্টেশন নির্মাণ সম্পন্ন হবে। ফেব্রুয়ারি থেকে জেলায় বর্তমান চাহিদার সঙ্গে যুক্ত হবে আরও প্রায় ১১০ মেগাওয়াট বিদ্যুৎ। সে লক্ষ্যে দ্রুত এগিয়ে চলছে কাজ। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প রাজশাহী জোনের বগুড়ার নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার জানান, বর্তমান সরকারের লক্ষ্য ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া। সেই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)’র আওতাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সারা দেশের ন্যায় বগুড়ায়ও কাজ করছে। বগুড়ায় নির্মাণাধীন ৮ সাব-স্টেশনের নির্মাণ কাজ করছে চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান। সব মিলিয়ে প্রায় ১২০ কোটি টাকার কাজ করা হবে বিদ্যুতের উন্নয়নে। তিনি বলেন- সাব-স্টেশনগুলোর প্রতিটিতে অফিস, কন্ট্রোল রুম, সীমানা প্রচীর নির্মাণ করা হবে। এছাড়া নতুন লাইন নির্মাণ এবং পুরাতন লাইন সংস্কারের কাজ চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে বিদ্যুৎ ব্যবহারকারীরা লোডশেডিং, লো-ভোল্টেজ এবং সিস্টেম লসের ভোগান্তি থেকে রেহাই পাবেন।

সর্বশেষ খবর