বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

‘ল্যাম্পি স্কিনে’ আক্রান্ত শত শত গরু

নওগাঁ প্রতিনিধি

‘ল্যাম্পি স্কিনে’ আক্রান্ত শত শত গরু

নওগাঁর মান্দায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে শত শত গরু। ইতোমধ্যে কিছু গরু মারাও গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন খামারি ও গরু পালনকারীরা। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বলছে, ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসজনিত রোগ। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সময়মত সঠিক চিকিৎসায় এ রোগে আক্রান্ত গরু সুস্থ হয়ে উঠবে। এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনটি গরু মারা যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। গরু পালনকারীরা জানান, গরুর গায়ে প্রথমে গুটি গুটি দেখা যায়। দুই-এক দিনের মধ্যেই তা পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। গুটিগুলো এক সময় ঘায়ে পরিণত হয়। এ সময় গরুর শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং গরু খেতে চায় না। অনেক সময় গরুর পা ফুলে যাওয়াসহ বুকের নিচে পানি জমে ক্ষতের সৃষ্টি হয়। ক্ষতস্থান থেকে মাংসও খসে পড়ে। মান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন শায়লা শারমিন জানান, এ রোগটি মুলত আফ্রিকা থেকে আসা। এ রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ও এন্টিহিস্টামিন ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।’

সর্বশেষ খবর