বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চুয়াডাঙ্গা ও দর্শনায় যাত্রাবিরতি করবে বেনাপোল এক্সপ্রেস

চুয়াডাঙ্গা প্রতিনিধি

কাল থেকে চুয়াডাঙ্গা ও দর্শনাসহ চারটি স্টেশনে যাত্রাবিরতি করবে ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ‘বেনাপোল এক্সপ্রেস’। রাজধানী ঢাকা ও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের মধ্যে বিরতিহীন চলাচলকারী ট্রেনটির যাত্রাপথে চারটি স্টেশনে বিরতির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

অন্য দুটি স্টেশন হলো ঝিনাইদহের কোর্টচাঁদপুর ও যশোরের ঝিকরগাছা। এই ট্রেনে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী যাত্রীদের জন্য ১১০, দর্শনা থেকে ঢাকাগামী ও ফিরতি পথের যাত্রীদের জন্য শোভন ৭০ ও এসি চেয়ার ৫টি সিট রাখা হয়েছে।

ঢাকা-চুয়াডাঙ্গা শোভন চেয়ারে ৩৯০, এসি চেয়ারে ৭৫০ টাকা এবং এসি কেবিন চেয়ারে ৮৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। 

সর্বশেষ খবর