বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মধ্যরাতে ইলিশ ধরতে নেমেছে জেলেরা

চাঁদপুর প্রতিনিধি

মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল দিবাগত রাত ১২টার পর ইলিশ শিকারে নেমেছে জেলেরা। ৯ থেকে ৩০ অক্টোবর চাঁদপুরের মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ আহরণ, মওজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ করেছিল সরকার। ২২ দিনে ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ মা ইলিশ সংরক্ষণে ২৭০টি অভিযান, ১০২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ও ১৯৩ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে। অভিযানে ১০৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস এবং সাড়ে ৬ মেট্রিক টন ইলিশ আটক করে হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। ২২ দিন ইলিশ আহরণে নামার জন্য কয়েকদিন ধরে জাল ও নৌকা প্রস্তুত কাজে ব্যস্ত ছিলেন জেলেরা।

সর্বশেষ খবর