বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সড়কটির জন্য দুর্ভোগে লক্ষাধিক মানুষ

কুষ্টিয়া প্রতিনিধি

সড়কটির জন্য দুর্ভোগে লক্ষাধিক মানুষ

ভেড়ামারা-আল্লারদর্গা সড়ক -বাংলাদেশ প্রতিদিন

দুর্ভোগের আরেক নাম কুষ্টিয়ার ভেড়ামারা-আল্লারদর্গা সড়ক। দেখে বোঝার উপায় নেই সড়কটি পাকা না কাঁচা। প্রায় এক বছর আগে সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। খানাখন্দে ভরা সড়কটিতে চলতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন ভেড়ামারা উপজেলার তিন ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এলাকাবাসীর অভিযোগ, সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ নেই। বৃষ্টি হলে ভোগান্তি বেড়ে যায়। তখন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। উপজেলা নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য চলতি বছর দুই বার দরপত্র আহ্বান করা হয়েছিল। প্রথমবার কোনো ঠিকাদার অংশ নেননি। দ্বিতীয়বার কিছু জটিলতায় বাতিল হয়ে যায়। তৃতীয়বারের মতো দরপত্র আহ্বানের জন্য প্রধান প্রকৌশলী কাছে চিঠি পাঠানো হয়েছে। এলজিইডির এক প্রকৌশলী জানান, দরপত্র আহ্বান করা গেলেও এক বছর আগে সড়কটি সংস্কার করা সম্ভব নয়। জরুরিভাবে কিছুটা মেরামতের ব্যবস্থা করা হবে। স্থানীয়রা জানান, এক বছর ধরে লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। বৃষ্টির সময় সড়কে পানি জমে যায়। তখন কয়েক মিনিটের পথ পাড়ি দিতে লেগে যায় ৪০-৪৫ মিনিট। যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বলেন, জনপ্রতিনিধি হওয়ায় প্রতিদিন মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়। বেহাল রাস্তার ব্যাপারে একাধিকবার উপজেলা মাসিক সভায় বলা হলেও কোনো সুরাহা হয়নি।

 উপজেলা নির্বাহী প্রকৌশলী বলেন- সড়কটির ৪০ শতাংশ একেবারে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। কবে সংস্কার করা হবে সেটি বলা মুশকিল। তবে চলাচল স্বাভাবিক রাখতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ বলেন, ‘বড় বড় গর্তে সুড়কি ফেলে চলাচলের মতো করা হচ্ছে। তবে পুরোপুরি সংস্কার করা না গেলে সুড়কি ফেললেও তেমন উপকার হবে না’।

সর্বশেষ খবর