বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চলনবিলের মাছ ধরায় ব্যস্ত মৎস্যজীবীরা

নাটোর প্রতিনিধি

শুষ্ক মৌসুম শুরু হওয়ায় উত্তরাঞ্চলের ঐতিহাসিক চলনবিলের পানি নামতে শুরু করেছে। পানি কমার সঙ্গে সঙ্গে চলনবিলের প্রাণকেন্দ্র নাটোরের গুরুদাসপুর উপজেলার খালবিল ও জলাশয়ে এখন মাছ ধরায় ব্যস্ত সময় কাটাচ্ছে জেলে-মৎস্যজীবীদের। কেউ নৌকায়, কেউ নানা সরঞ্জাম নিয়ে হাঁটু পানিতে নেমে মাছ শিকার করছেন। এবার দীর্ঘসময় বিলে পানি থাকায় মাছ ভাল ধরা পড়ছে বলে জানা গেছে। চাহিদা মিটিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে চলনবিলের মাছ। জেলেরা শেষ রাতে জাল ও নৌকা নিয়ে মাছ ধরতে বিলে চলে যান। সকাল অবধি মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। অনেকে বড়শি, খড়া জাল, ধর্মজাল, ঝাঁকিজাল, সোঁতি ও বাদাইজাল দিয়ে মাছ শিকার করছেন। মৎস্যজীবী আবুল কালাম বলেন, এবার চলনবিলে মাছের অভাব নেই। জেলেরা যেমন মাছের ভাল দাম পাচ্ছে, তেমনি স্থানীয় মানুষের আমিষের চাহিদাও মিটছে। উদ্বৃত্ত মাছ যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। জানা যায়, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা ও নওগাঁর আট উপজেলা নিয়ে চলনবিল অঞ্চল বিস্তৃত। এই বিলকে কেন্দ্র করে চাষিরা যেমন স্বপ্ন বুনেন, তেমনি জেলেরা স্বপ্নের জাল বুনন করেন। দেশের অনেক মানুষ আশায় থাকেন চলনবিলে উৎপাদিত ধান ও স্বাদু পানির নানা প্রজাতির মাছের জন্য। পর্যটন আকর্ষক হিসেবেও এ বিলের নাম সর্বজনবিদিত।

সর্বশেষ খবর