শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্কুলের টাকা লুটপাট!

শেরপুর প্রতিনিধি

১৯৪০ সালে ৩২ একর জমির উপর শ্রীবর্দী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। সম্পদসমৃদ্ধ ৮০ বছরের পুরনো এই স্কুলটিকে নিয়ে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে নিজস্ব সম্পদ থেকে আয়ের প্রায় কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত চেয়ে ম্যানেজিং কমিটির তিন সদস্য দুদকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও ফল পাননি। গতকাল দুপুরে ভায়াডাঙ্গা বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্কুল কমিটির সদস্যসচিব স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান জানিয়েছেন, দুর্নীতির সুযোগ নেই। নিয়মিত মিটিং হয়। তবে স্কুল প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয় না। কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, জামানতের টাকা দিয়েই দোকান ঘর নির্মাণ করা হয়েছে। ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক কর্মকর্তা মোখলেছুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর