শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দেড় লক্ষাধিক মানুষকে আতিথ্য দিতে প্রস্তুত নোয়াখালী

নোবিপ্রবি ভর্তি পরীক্ষা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবারও পরিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্থানীয় উদ্যোগে বিনাখরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বুধবার বিকাল থেকে ভর্তিচ্ছু ও অভিভাবকরা নোয়াখালী আসতে শুরু করেন। প্রায় ৭০ হাজার পরীক্ষার্থীসহ দেড় লাখ লোকের সমাগম হবে জেলা শহরে। যারা আসছেন স্বেচ্ছাসেবকরা তাদের নোয়াখালী পৌরসভা, সদর উপজেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটি ভবনসহ বিভিন্ন স্থানে পৌঁছে দেন। সেখানে বিনাখরচে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। শিক্ষার্থীদের সুবিধার্থে খোলা হয়েছে তথ্যকেন্দ্র। মোড়ে মোড়ে বিলবোর্ডে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। বুধবার রাত থেকে প্রচার মাইকে শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে। এমপি একরামুল করিম চৌধুরির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা।

সর্বশেষ খবর