শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর বাজারের অদূরে প্রায় ২০ দিন আগে ভেঙে পড়েছে কালভার্ট। কয়েক গ্রামের বিলের পানি নিষ্কাশনের একমাত্র ওই কালভার্টটি মেরামতের উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন বিলের পানি প্রবাহে বাধার সৃষ্টি হচ্ছে,          অন্যদিকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সড়কটির ভাঙা অংশে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

স্থানীয় রহিমানপুর গ্রামের বৃদ্ধ জমির উদ্দিন মোল্লা জানান, ১৯৬৭ সালের দিকে কালভার্টটি নির্মাণ করা হয়।

জামনগর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, যতদ্রুত কালভার্টটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, দ্রুততম সময়ের মধ্যে কালভার্টটি নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর