শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
কর অঞ্চল বগুড়া

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায়

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায়

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায় করেছে কর অঞ্চল বগুড়া। ২০১৮-১৯ করবর্ষে ৩৯৪ কোটি টাকা টার্গেট অতিক্রম করে আদায় হয়েছে ৪০৩ কোটি টাকা। চলতি কর বর্ষেও সেই লক্ষ্যমাত্রা অতিক্রম হবে বলে কর্মকর্তারা  প্রত্যাশা করছেন। একই সঙ্গে আয়কর দাতার সংখ্যা

বাড়াতেও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সামনে আয়কর মেলায় করদাতা ও টিআইএনধারীর সংখ্যাও বাড়বে, সে লক্ষ্যেই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা কাজ করছেন। কর অঞ্চল বগুড়ার উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) হাবিবুর রহমান জানিয়েছেন, এবার বগুড়া কর অঞ্চল কর আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় করেছে। দেড় লাখ টিনধারী রয়েছে এ অঞ্চলে।

সর্বশেষ খবর