শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়কে ঝরল ছয় প্রাণ

প্রতিদিন ডেস্ক

নওগাঁ, দিনাজপুর ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নওগাঁর ধামইরহাট উপজেলার হযরতপুর এলাকায় একটি আম গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন (৩৬) ও কনস্টেবল মনির হোসেন (৩৫) নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন এলাকায় বিশেষ অভিযান শেষে ১১৩ বোতল ফেনসিডলসহ ছাত্রলীগের এক নেতাকে আটক করে ফেরার পথে উপজেলার হযরতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের নিহত সহকারী উপ-পরিদর্শক বাসির উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় এবং মুনির হোসেনের বাড়ি  একই জেলার শিবগঞ্জে। দিনাজপুর : ফুলবাড়ীতে মালবাহী ট্রলি উল্টে হেলপার ও চালক নিহত হয়েছেন। তাদের দুজনের নামই আলামিন। গত রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ীর লক্ষ্মীপুরে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়া বিরামপুর উপজেলায় বাসের ধাক্কায় ইসরাত জাহান মীম নামে এক স্কুলছাত্রীর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী শিক্ষক মোকলেছুর রহমান সবুজ। নিহত মীম (১৬) বিরামপুরের দুর্গাপুর গ্রামের মতিউরের মেয়ে। মাগুরা : জেলার মহম্মদপুর উপজেলা সদর বাসস্ট্যান্ডে গতকাল দুটি যাত্রীবাহী বাসের মাঝখানে পড়ে আবু বক্কর (১৫) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। নিহত বক্কর মহম্মদপুরের বিনোদপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর