শিরোনাম
শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল সদর উপজেলার খানপুর হাফিজিয়া মাদ্রাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো, খানপুর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন খুলনার রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার (৯)। -বাগেরহাট প্রতিনিধি

‘ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে’

জেলখানায় জীবন দিয়ে জাতীয় চারনেতা প্রমাণ করেছেন তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কতটা আনুগত্য ও ঘনিষ্ঠ ছিলেন। জেল হত্যার সামনের যারা নেতৃত্বে ছিলেন তারা চিহ্নিত হলেও তারা ধরাছোঁয়ার বাইরে আছেন। ট্রাইব্যুনাল করে তদন্তের মাধ্যমে এদের মুখোশ উন্মোচন করতে হবে। গতকাল কাপাসিয়ায় কর্মিসভায় গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি অধ্যাপক শহীদুল্লাহ সিকদার একথা বলেন।  -গাজীপুর প্রতিনিধি

বাদীকে হুমকি

ফরিদপুরের সালথা উপজেলার কানাইড় গ্রামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করায় ওই মামলার বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে সালথা থানায় মামলার বাদী পারভেজ সাধারণ ডায়ের (জিডি) করেছেন। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন শিশুটির পরিবার।

-ফরিদপুর প্রতিনিধি

সাগরে ডুবল শিক্ষার্থী

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাকিরুল আলম হৃদয় (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। হৃদয় কক্সবাজার পৌরসভার বাদশা ঘোনা এলাকার শাহাজাহানের ছেলে।-কক্সবাজার প্রতিনিধি

মাদকসহ আটক

বরিশালে গতকাল র‌্যাব ও কোস্টগার্ডের পৃথক অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক দম্পতিসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা হলো- বাকেরগঞ্জের সিরাজ গাজী ও তার স্ত্রী শিউলি এবং নগরীর সিএনবি রোডের অনিক ডাকুয়া (২৮)। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, বরিশাল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর