শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নীলফামারীতে নাট্যোৎসব শুরু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। গতকাল সকালে জেলা শিল্পকলা অডিটরিয়ামে নাট্যোৎসবের উদ্বোধন করেন নীলফামারী পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ। জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ সময় জেলা প্রশাসক হাফিজুর রহসমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আহসান রহীম মঞ্জিল উপস্থিত ছিলেন। নীলফামারীতে প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করে স্থানীয় জলসিঁড়ি নাট্য সংস্থা। পাঁচদিন ব্যাপী এই নাট্যোৎসবে ভারত ও বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় পাঁচটি নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী দিনে গতকাল সন্ধ্যায় ভারতের চাকদাহ নাট্যজন পরিবেশিত নাটক ‘ভানু সুন্দরীর পালা’ মঞ্চস্থ হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী।

সর্বশেষ খবর