শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটির বাজারে গ্রেনেড হামলা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি সুবলং বাজারে গ্রেনেড হামলা করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গতরাত ৮টার দিকে বরকল উপজেলার সুবলং ইউনিয়ন বাজারে এ ঘটনা ঘটে। তবে গ্রেনেডটি বিস্ফোরণ না হওয়ায় কোনো হয়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সক্রিয় সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের একটি সশস্ত্র গ্রুপ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বিদ্রোহী গ্রুপ এমএন লামরা অর্থাৎ সংস্কারপন্থির সুবলং কার্যালয়ে হঠাৎ গ্রনেড হামলা করে। এ ঘটনার পর পাল্টা হামলা চালায় সংস্কারপন্থিরা। প্রায় ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান যৌথবাহিনীর সদস্যরা। টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 অতিরিক্তি পুলিশ সুপার ছুফি উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

সর্বশেষ খবর