রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ পুলিশসহ আহত ১৫

ব্রাহ্মণাবড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়াল বিজয়নগরে গতকাল দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বুল্লা গ্রামের হুগলি বিল জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেয় বড় উঠান মৎস্যজীবী সংগঠন। বুল্লা গ্রামের সাবেক মেম্বার ফুল মিয়া ও বর্তমান মেম্বার কাওছার মিয়ার কাছে কয়েকদিন আগে ওই সংগঠন মৌখিকভাবে সাব ইজারা দেয়। ইজারা নিয়ে মাছ ধরতে গেলে পাইকপাড়া গ্রামের কাসেম মেম্বার ও রাজু সরদারের নেতৃত্বে একদল লোক বাধা দেয়। এর জেরে শনিবার সকালে বুল্লা গ্রামের মসজিদের মাইকে সাবেক মেম্বার ফুল মিয়া ও কাওছার মেম্বারের লোকজন পাইকপড়া গ্রামে হামলা চালানোর ঘোষণা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে জনতা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশসহ ১৫ জন আহত হন।

আহত পুলিশ সদস্য এএসআই. মোশারফ হোসেন, এএসআই ওয়াদুদ, কনস্টেবল সাইফুলসহ আহতদের  হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বিজয়নগর থানার ওসি জানান, সাবেক মেম্বার ফুল মিয়া ও তার ছেলে কাওছার মেম্বারের লোকজন অবৈধভাবে বিল দখল করতে কয়েকদিন ধরে এলাকায় ঝগড়া-ফ্যাসাদ সৃষ্টি করে। এ নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে মিমাংসার চেষ্টা চলছিল। একপক্ষ প্রশাসনের কথায় চুপ থাকলেও অপরপক্ষ গোলমাল সৃষ্টি করছে। পুলিশ ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর