শিরোনাম
রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পরীক্ষা দিতে পারেনি সাত শিক্ষার্থী

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রবেশপত্র না পেয়ে সাত শিক্ষার্থী কারিগরি শাখার বোর্ড সমাপনী পরীক্ষা দিতে পারেনি। এ ঘটনায় শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, অনিবন্ধিত হোসেনপুর আইডিয়াল স্কুলের ৩২ জন শিক্ষার্থীকে আকবর আলী কারিগরি স্কুল অ্যন্ড কলেজের ছাত্র দেখিয়ে কারিগরি শাখার বোর্ড সমাপনি পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়। ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জনের প্রবেশপত্র যথাসময়ে পৌঁছে দেওয়া হলেও সাতজকে প্রবেশপত্র দেওয়া হয়নি। গতকাল সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসলে এদিনও প্রধান শিক্ষক আতাউর রহমান তাদের প্রবেশপত্র দিতে পারেননি।

ইউএনও মহি উদ্দিন জানান, রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু ফরম পূরন করা হয়নি এমন তিনজন শিক্ষার্থীর বাকি পরীক্ষা দেওয়ার উদ্যোগ গ্রহনের চেষ্টা চলছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর