রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

এক পলক

বখাটের কারাদন্ড

নেত্রকোনার মদনে ছাত্রী উত্ত্যক্তের দায়ে গতকাল এক বখাটেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শাহাপুর গ্রামের হাফিজ মিয়ার ছেলে রুমন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

-নেত্রকোনা প্রতিনিধি

পানিতে ডুবে মৃত্যু

কুলাউড়া উপজেলায় গতকাল পানিতে ডুবে উসমান সাঈদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু  হয়েছে। সাঈদ জয়চন্ডি ইউনিয়নের গৌড়ীসংঙ্কর গ্রামের কাওসারে ছেলে।

-মৌলভীবাজার প্রতিনিধি

নৈশপ্রহরীকে  কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজে হামলা চালিয়ে নৈশপ্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা কলেজের চারটি গাড়ি, সানইবোর্ড ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ হামলার গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

-পিরোজপুর প্রতিনিধি

কমিটি গঠন

কুমিল্লার মেঘনা উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৪১তম সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কুমিল্লা উত্তর জাতীয় আওয়ামী শ্রমিক লীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলআমিন। মেঘনা উপজেলা শ্রমিক লীগের সভাপতি পদে মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি সাজিদুল হক টুটুল, সাধারণ সম্পাদক পদে মো. শামীম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক  মো. বাহার উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে আ. রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

-দাউদকান্দি  প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর