সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চাঁদপুরে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ

সময় নির্ধারণ নিয়ে প্রশ্ন

চাঁদপুর প্রতিনিধি

মা ইলিশ রক্ষার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরে পদ্মা-মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। এ সব ইলিশের অধিকাংশের পেটেই রয়েছে ডিম। জেলে ও ইলিশ ব্যবসায়ীরা মনে করছেন মা ইলিশ রক্ষায় সরকারের দেওয়া নিষেধাজ্ঞার সময় নির্ধারণ সঠিক হয়নি। উল্লেখ্য, গত ৯-৩০ অক্টোবর ২২ দিন পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ছিল। জেলা মৎস্য সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত বলেন, ‘গত বছর এই সময়ে ইলিশের পেটে ডিম না থাকলেও এ বছর অধিকাংশ ইলিশের ডিম রয়েছে।’ তার দাবি, ইলিশ প্রজননের প্রকৃত সময় চিহ্নিত করে নিষেধাজ্ঞা দেওয়া হোক। ইলিশ গবেষক ও মৎস্যবিজ্ঞানী ড. আনিছুর রহমান বলেন, ‘সারা বছরই ইলিশের পেটে ডিম থাকে। নিষেধাজ্ঞা যদি আরো কয়েকদিন বাড়ানো হতো, তবে ভালো হতো।’ চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, ইলিশের নিষেধাজ্ঞা সঠিক সময়ে করা হয়েছে। কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরলেও মা ইলিশ ৯০ শতাংশ ডিম ছাড়তে পেরেছে।

সর্বশেষ খবর