সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

শুল্ক কেন্দ্র উদ্বোধন

নারায়ণগঞ্জে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিয়ন্ত্রণাধীন শুল্ক আদায় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বিআইডব্লিউটিএ’র আয়োজনে গতকাল বিকালে ডেমরা ঘাট এলাকায় এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম. মাহাবুব-উল ইসলাম। উপস্থিত ছিলেন মো. শফিকুল হক, মুহাম্মদ রফিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন,  এ.কে.এম আরিফ উদ্দিন, শেখ মাসুদ কামাল, জহিরুল ইসলাম ও জহিরুল ইসলাম প্রমুখ কর্মকর্তা। -রূপগঞ্জ প্রতিনিধি

ডাকাতি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ইউনিলিভার বাংলাদেশের  ডিপো এআর ট্রেডার্সে ডাকাতি হয়েছে। প্রতিষ্ঠানের নাইটগার্ড, দুজন পথচারী ও ট্রাকের চালক ও  হেলপারকে রশি দিয়ে বেঁধে  রুমে ঢুকে নগদ ৩ হাজার টাকাসহ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। গত শনিবার রাতে শহরের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। -ঝিনাইদহ প্রতিনিধি

দ্বি-বার্ষিক সম্মেলন

কুমিল্লার মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম। মকবুল গাজীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান রতন শিকদার, উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, আব্দুল গাফ্ফার, ইউপি চেয়ারম্যান সানাউল্লাহ শিকদার ও মাইনুদ্দিন তপন, অ্যাড. কামরুজ্জামান রতন, ইঞ্জিনিয়ার মহসিন প্রমুখ।

-দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর