Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৪ নভেম্বর, ২০১৯ ২৩:২৫

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ওসমানীনগরে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ওসমানীনগর উপজেলার আটগাঁও গ্রামের গেদন মিয়ার ছেলে নবম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম ফাহিম (১৫) ও বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিক মিয়া। তাজপুর ডিগ্রি কলেজ থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন ফাহিম। তাজপুর এলাকায় মিনিবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে তাজপুর কদমতলায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আওয়ামী লীগ নেতা রফিক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর