মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ব্যবসায়ী হত্যার বিচার দাবি

বাবা মো. ছানোয়ার হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ছোট্ট দুই শিশু ও স্ত্রীসহ এলাকাবাসী। টাঙ্গাইল শহরে গতকাল এ মানববন্ধন হয়। গত বছরের ৩১ অক্টোবর ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে ছানোয়ারকে পিটিয়ে হত্যা করা হয়। -টাঙ্গাইল প্রতিনিধি

প্রশিক্ষণ

কুমিল্লার লাকসামে ভূমি অফিসের বিভিন্ন সেবা বিষয়ে দু দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ হয়েছে। গতকাল পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়। প্রশিক্ষণে বক্তৃতা করেন ইউএনও একেএম সাইফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজলা রানী চাকমা, সফি উল্যাহ, লোকমান হোসেন, কামাল হোসেন হেলাল, মুজিবুর রহমান দুলাল। সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম।

-লাকসাম প্রতিনিধি

সড়ক অবরোধ

টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদী থেকে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় গতকাল মহাসড়ক অবরোধ করে তারা।  -টাঙ্গাইল প্রতিনিধি

গণভোজ

নরসিংদীতে প্রয়াত মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। গতকাল নরসিংদী স্টেশনে অসহায় দরিদ্র ও পথশিশুদের জন্য এ আয়োজন করা হয়।

-নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর