শিরোনাম
মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিদ্যুতায়িত হয়ে মা ছেলেসহ নিহত ৩

বরগুনা প্রতিনিধি

গাছ কাটতে গিয়ে বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- খাসতবক গ্রামের আবদুুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে মো. রাসেল (১৪) ও রাসেলের মা হামিদা বেগম (৪০)। জানা গেছে, এ দিন সকালে দেলোয়ার হোসেন বাড়ির পাশে সুপারিগাছ কাটতে যান। গাছ কাটা শেষ হলে পাশের একটি কাঁঠালগাছও কাটেন। এ সময় একটি ডাল পাশের পল্লী বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। তিনি সেটি টেনে নামাতে গেলে বিদ্যুতায়িত হন। এ সময় রাসেল তাকে বাঁচাতে ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। রাসেলের চিৎকারে তার মা হামিদা বেগম তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মোহাম্মদ আবুল বাশার জানান, কোনো ইনফরমেশন না জানিয়ে ২৪০ ভোল্টেজ পাওয়ার কভারবিহিন তারের পাশ থেকে সুপারি ও কাঁঠাল গাছ কাটতে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করতে দেওয়া হবে। এদিকে বরগুনা জেলা প্রশাসন ও পাথরঘাটা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় কর্মকর্তারা নিহতের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার করে টাকা প্রদান করেছেন। একই সময় পাথরঘাটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ খবর