বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মৃত্যু

শেরপুর প্রতিনিধি

শেরপুর সদরের একটি বেসরকারি হাসপাতালের ভুল চিকিৎসায় গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রসূতির চিকিৎসা না দিয়ে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্স পালিয়ে যান। প্রসূতির স্বজনরা জানান, শেরপুর শহরের খোয়ারপাড় মহল্লার শাহিনুর রহমান পনিরের স্ত্রী তানিয়া সন্তানসম্ভবা হওয়ার পর থেকে গোপালবাড়ী এলাকায় ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক হাসিনাতুল ফেরদৌস লোপার তত্ত্বাবধানে ছিলেন। তানিয়া ডায়রিয়ায় আক্রান্ত হলে সোমবার সন্ধ্যায় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে ডা. মুসলিমা আক্তার মৌসুমী তানিয়ার অস্ত্রপচার করেন। এ সময় গর্ভেই সন্তান মারা যায়। জানা যায়, শিশুর শরীরের নানা স্থানে কাটা দাগ আছে। বাচ্চা মারা যাওয়ার পর স্বজনরা উত্তেজিত হলে একপর্যায়ে হাসপাতালের সব নার্স ও চিকিৎসক পালিয়ে যান। পরে তানিয়াকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদর থানার ওসি জানান, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর