বুধবার, ৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সুন্দরবনে রাস উৎসব ঘিরে তৎপর হরিণ শিকারিরা

ফাঁদসহ ৬০ জন আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের দুবলার চরে ১০ নভেম্বর শুরু হতে যাওয়া রাস উৎসব ঘিরে তৎপর হয়ে উঠেছে হরিণ শিকারি চক্র। তিন দিনব্যাপী রাস উৎসবে পুণ্যার্থী ও পর্যটকদের আড়ালে প্রতিবারই ঢুকে পড়ে চোরা হরিণ শিকারিরা। একই উদ্দেশে সুন্দরবনে যাওয়ার পথে গতকাল ভোরে চাঁদপাই রেঞ্জের জয়মণি এলাকা থেকে তিনটি ট্রলার ও হরিণ শিকারের ফাঁদসহ ৬০ জনকে আটক করেছে বনরক্ষীরা। আটকদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে। আটকদের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রাখা হয়েছে। রাস উৎসবে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপদে যাতায়াতের জন্য সুন্দরবন বন বিভাগ আটটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে। এবারই প্রথম সুন্দরবনে রাস উৎসব চলাকালে পুণ্যার্থী ছাড়া অন্য কারও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা যায়, এবার রাস মেলা উপলক্ষে সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন বিভাগের সঙ্গে নৌবাহিনী, র‌্যাব, কোস্ট গার্ড, পুলিশের পাশাপাশি বনরক্ষীরাও নিয়োজিত থাকবে।

কন্ট্রোল রুমে সার্বক্ষণিক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

সর্বশেষ খবর