শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সীমান্ত সুরক্ষায় ১৪১ কোটি টাকায় রক্ষা বাঁধ

আয়ুবুল ইসলাম, কক্সবাজার

সীমান্ত জনপদ উখিয়া-টেকনাফে চোরাচালান রোধ, সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠির সার্বিক নিরাপত্তার জন্য ১৪১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সুরক্ষা বাঁধ। পানি উন্নয়ন বোর্ড ৬০.৬০ কিলোমিটার দৈর্ঘ্য সুরক্ষা বাঁধ প্রকল্পটি বাস্তবায়ন করছে। শাহপরীর দ্বীপের জিরো পয়েন্ট থেকে ঘুনধুম পর্যন্ত কাজ চলমান রয়েছে এবং ২০২০ সালের জুন নাগাদ প্রকল্পটি শেষ হবে। এটি বাস্তবায়ন হলে টেকনাফ-উখিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সীমান্ত টহল জোরদার করতে সক্ষম হবে। পর্যটনদ্বার উন্মোচিত হবে। দুই উপজেলার জনগণ বন্যা থেকে রক্ষা পাবে।

কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, সরকার টেকসই উন্নয়নের জন্য দেশে চলমান উন্নয়ন প্রকল্প অব্যাহত রেখেছে। কক্সবাজারও ব্যতিক্রম নয়। ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট থেকে প্রায় ৬০.৬০ কিলোমিটার দৈর্ঘ্যের প্রকল্পটি গত বছরের ২২ ফেব্রয়ারি শুরু হয়েছে। শেষ করার জন্য ৩৩ মাস সময় দেওয়া হয়েছে। সে হিসাবে শেষ হবে ২০২০ সালের জুন মাসে। বর্তমানে প্রকল্পটি ১৮ কিলোমিটার পর্যন্ত বাস্তবায়ন শেষ হয়েছে বলে দাবি নির্বাহী প্রকৌশলীর। প্রকল্পে আরও রয়েছে পানি নিষ্কাশন অকবাঠামো ৮টি এবং মেরামত ৪৬টি। প্রকল্পটি সম্পন্ন হলে উখিয়ার ৫টি এবং টেকনাফের ৬টি ইউনিয়নের প্রায় ৬ লাখ মানুষ উপকারভোগির আওতায় আসবে। তবে কাজের মান এবং যথাসময়ে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় থেকে যাচ্ছে বর্তমান কাজের গতি কম হওয়ার কারণে।

সর্বশেষ খবর